Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৪.১২.২০২০ খ্রিঃ তারিখ কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বড় বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০,০০০/- টাকা জরিমানা ও আনুমানিক ৭৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ।
বিস্তারিত

১৪ ডিসেম্বর, ২০২০ সোমবার পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয় ও RAB-১৪, সিপিসি-২ এর যৌথ উদ্যোগে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বড় বাজার-এ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে মা বাবা এন্টারপ্রাইজ; বড়বাজার, সদর, কিশোরগঞ্জ নামক প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় আনুমানিক ৭৫০ (সাতশত পঞ্চাশ) কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, কিশোরগঞ্জ-এর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান। মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট কাজী সুমন ও RAB-১৪, সিপিসি-২ এর লেঃ কমান্ডার জনাব বি, এন, এম শোভন খান উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আবু সাঈদ প্রসিকিউশন প্রদান করেন।  মোবাইল কোর্ট পরিচালনাকালে RAB-১৪-এর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজারের প্রত্যেকটি দোকানে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর কর্তৃক সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।  

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/12/2020
আর্কাইভ তারিখ
24/03/2021