২২.০৮.২০২১ খ্রিঃ তারিখ রবিবার পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর লক্ষীয়া নামক স্থানে অবস্থিত মেসার্স মায়ের দোয়া অটো রাইস মিল নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত-২০১০) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ২০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব তানিয়া আক্তার, সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ-এর পরিদর্শক জনাব মোঃ আবু সাঈদ এবং উক্ত মোবাইল কোর্টে পাকুন্দিয়া থানা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস